T3 || ১লা বৈশাখ || বিশেষ সংখ্যায় তুহিন কুমার চন্দ

নতুন বছর

যখনই যাই নদীর সাথে ভেসে
রৌদ্র তখন ঠিক সেখানে এসে
বলবে আমায় নাওনা তোমার সাথে
এই দেখোনা মেঘ এনেছি হাতে!

জলের ছলাৎ শব্দে ঘুরে কাটা
জলের স্রোতে দিই বাড়িয়ে পা’টা,
মেঘ এসে কয় নাওনা তোমার সাথে
রামধনু রং ছড়াবো দুই হাতে!

নীল আসমান উড়িয়ে শিমূল তূলো
নদীর কাছে যায় উড়িয়ে ধূলো,
স্রোতের টানে বকের শুভ্র পাখায়
চাঁদ তখনই মন দিয়েছে আঁকায়।

হলুদ বনে ইষ্টিকুটুম পাখি
মাঝদুপুরে থামিয়ে ডাকাডাকি,
বলছে আমায় যাচ্ছো কেন একা
অড়হর বনের ঝোপের পাশে দেখা।

নদীর এখন ঢেউয়ের সাথে ঢেউ
গান শুনিয়ে যাচ্ছে ভেসে কেউ,
গাছের ডালে মাছরাঙ্গা এক পাখি
আকাশটাতে ঝুলিয়ে রঙ্গিন রাখি-

ডাকছে তোমায় উজান নদীর কাছে
ঠিক যেখানে মেঘ লুকিয়ে আছে,
হাতছানি দেয় বানভাসি ঐ জলে
হাওয়াও নাকি মেঘের কথা বলে।

যখনই যাই নদীর সাথে ভেসে
রৌদ্র তখন ঠিক সেখানে এসে,
বলছে আমায় দাওনা আদরখানি
ভোরের পাখির শুধুই কানাকানি।

এই তো সেদিন মেঘমুলুকে ভেসে
হারিয়ে গেছি নতুন মেঘের দেশে,
তাকিয়ে দেখি পুব আকাশের কোনে
নতুন বছর খুশীর প্রহর গোনে।

Spread the love

You may also like...

error: Content is protected !!