কবিতায় পদ্মা-যমুনা তে আলতাফ হোসেন উজ্জ্বল

ভাবান্দোলনের পাঠস্থান

তোষামোদি মোহ তপ্ত অনুগত
সমর্থক,
বুদ্ধি ক্ষমতা হাস্যকর,
স্বচ্ছ আলো নিভৃতে কাঁদে!
দূর আকাশে চাঁদ, মেঘের আড়ালে
সটকে পড়ে।

আঙুলের ছোঁয়ায় বড্ড বেশি
শব্দের খেলা
অহিংস আন্দোলনে
বুকের বামপাশে চিৎকারে ছুটে,
দূরত্বটা যখন যায় না ডিঙানো,
স্বচ্ছ আলো মৃতপুত্রা
অনায়াসে ভাঙে,
চেনা জনপদ ব্রহ্মবর্তে দোশি
পর্বতে ওঠা-নামা।

প্রাণের মাঝে ভাসে শিলাবৃষ্টি
দীক্ষিত হয় সূর্য রোশনি,
পাদুকা হয় যদি মস্তিকের সম!
উল্টো রথের ঘোড়াগুলো হয়
তেপান্তর,
ভাবান্দোলনের পাঠস্থান
কবরস্থ হয়,
আমড়াঢেঁকিতে ঘটঘটানি ?

ঝড় উঠিয়ে, বাড়াও ব্যথা
আরও? বৃষ্টি রবিরশ্মি বিকিরিত।
তোমার মতো তুমি থাকো
আমিও থাকি কেবলই আমার
সদ্য জন্মানো হিমশৈলে।

Spread the love

You may also like...

error: Content is protected !!