কবিতায় পদ্মা-যমুনা তে আলতাফ হোসেন উজ্জল

তোমারই নিমন্ত্রণে
অনাগত কথা বলতে চাই, তা
যদি না হয়, বিদ্রোহ করবো!
কবিতা আর লিখবো না,
যার জন্য লিখা তারই অনুভূতি
প্রকাশ যদি না হয় এ-ই কবিতা
আর লেখা দরকার নেই ;
আমার সমস্ত জাগরণ সমৃদ্ধ
তোমারই নিমন্ত্রণে
সূর্য উঠিলেই মনুষ্যত্বের
যাএাপথের অপেক্ষা ;
আমার কবিতা গুলো সঠিক
তেমনিই মাত্রা নির্ণয়!
তোমারই অদৃশ্য চিরন্তন মনের
শব্দের চিরচেনা কথা বারবার
পুনরাবৃত্তি হচ্ছে
মগজেরচাষ প্রেমের ইন্দ্রিয়
নৃত্য!
সহসা বাতাস দক্ষিনাঞ্চল
নিতান্ত প্রাসঙ্গিক হয়,
যখনই পবনগতি ঘূর্ণন হয়
হৃদপিণ্ডটা কম্পন তুলে
জিন-নির্ভর বৈশিষ্ট্য পূর্ণ করে
এবং তার আত্মার অস্তিত্বে
ঊর্ধ্বে উঠে দেহতরণী;
অক্টোপাসের ঝাপটা মুখে
সুবার্তা আনন্দ নিগৃহীত হয়
এ-ই কবিতা আরো লিখবো
তোমারই ইন্দ্রিয়গুলো
শুভকামনা জানালে।।