কবিতায় পদ্মা-যমুনা তে আলতাফ হোসেন উজ্জল (গুচ্ছ কবিতা)

১| সুন্দরী তো বটেই তুমি
আমার প্রিয় মায়া হরিণী,
চুলগুলো আলতো ছুঁয়ে
স্বপ্নে দেখেছি বহুবার,
শুনেছি বার্তা, হোঁচট খেয়ে
হৃদয়ে চোট পেয়ে
তবু ভালোবাসা রহিলো
অবিচল সদাসর্বদময়।।
২| মায়াবী মুখ বারবার
স্বপ্ন জাগে অদৃশ্য এক
ফুটন্ত চোখে,
তা-ই তো ফিরে দেখি
তোমারই মায়াময় মুখখানি।
৩| আমার অনুভূতি তোমাকে ঘিরে
হয়তো তোমার অজানা,
ভালোবাসার রুপটি এরুপ
কোথাও উঁচু কোথাও নিচু ;
শৃঙ্খলিত রুপে আমি।
শিহরিত শিহরণ জাগলো মনে
সেই সাথে থাকে ছন্দের গতি,
বারবার ফুলের গন্ধ নাকে,
তোমারই মায়ায় অনুগ্রহে
প্রজাতির মতো বসে থাকি
এবং ভাবনায় তুমি।।
৪| তুমি সদাসক্রিয় হৃদয়ে আমার
ভুল লিখলেও
অক্ষরগুলো হয় তোমাকে নিয়ে,
আর সব্যসাচীর প্রকৃতি ভালো লাগা
সেটাও কিন্তু তোমাকে ঘিরে;
অনুধাবন অনুতাপ অতীত বর্তমান
হৃদয়ের অন্তস্তল
আমার সকল কাব্যকলায় জাগ্রত দেবী
তুমি।।
৫| তোমাদের বাড়ীর উত্তারাংশে
যেখানে সমাপ্তি উর্বর ভালোবাসা,
সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ
তাকিয়ে দেখি
কবিতার সূত্র তুমি
অথচ নাম লিখতেই মানা!
তাইতো তোমার জন্য
কোকিলের ক্ষনিক চিহ্ন!