কাব্যানুশীলনে অরিজিৎ ঘোষ

চিন্তা
অপ্রতিরোধ্য করোটির দুর্ভেদ্য কোটরে সযত্নে রক্ষিত
আমার ভাবনার হেড অফিস, মুখ্য কার্যালয়…
অসংখ্য তন্তু জমাট বেঁধে তৈরি অজানা অদ্ভুত সে বিজ্ঞান,
কারিগরি দক্ষতায় এ এক অদ্ভুত জটিল রহস্যের পিণ্ড,
এর মধ্যে ঘুরপাক খাচ্ছে সংখ্যাহীন চিন্তার ক্রমশ অধ্যায়,
প্রতিনিয়ত ঠোক্কর খাচ্ছে বেহিসেবী ব্রাউনিয়ান গতিতে…
প্রতিপল কিছু রাক্ষুসে চিন্তা গিলে খাচ্ছে নিরীহ গুলোকে,
কিছু শান্ত সুস্থির চিন্তা ঠিক পাশ কাটিয়ে চলে যাচ্ছে,
নিখুঁত মাপজোপ নিখুঁত গণিতেই তাদের অবস্থান,
সবসময় খেয়াল রাখছে নিজের আমরণ অস্তিত্ব,
ছোট বড় কোনো আঘাতেই নয় বিচলিত কি নিঃশ্বেষ,
তাদের জন্যই এখনও ছেঁটে চলেছি মৃত্যুর ডানা,
এখনও কেউ নিয়ে যেতে পারেনি নিরুদ্দেশের অন্ধকারে,
অপ্রত্যাশিত অকস্মাৎ ব্রাউনিয়ান আঘাতেও অবিচল…
এদিকে ছোটখাটো চিন্তা গুলোর অবিরাম ঠোকাঠুকি
কেউ যাচ্ছে ছিটকে তো কেউ কিছুক্ষণ দপ কোরে জ্বলে উঠেই যাচ্ছে নিবে,কেউ কেউ নিজেদের ঠোকাঠুকিতে সকলে চুরমার,কেউবা টিকে আছে শুধু ভাগ্যের জোরে,
অনেকেরই অবিরাম ছোটাছুটি কিন্তু থেকেও লাভ নেই,
তারা বোঝা হয়েই জরাগ্রস্থ করছে আপনার গ্রে ম্যাটার,
অবিন্যস্ত অস্থির গতিতে ঠোক্কর খেতে খেতে শুধুই অস্বস্তি অশান্তি…অথচ হাজার চিন্তা নিয়েই বেঁচে থাকা..