T3 || ১লা বৈশাখ || বিশেষ সংখ্যায় অনিমেষ গুপ্ত

জুঁই ফুলের গন্ধ
গন্ধমাখা জুঁইফুল। হাওয়া আসে দক্ষিণের খোলা জানলা দিয়ে।
তীরবর্তী হওয়ার বাসনায় তোমার চোখ কিছু খোঁজে।
উজ্জ্বল ত্বক— শরৎ শেষের বৃষ্টির পরে একমুঠো মাটি।
দিনের শেষ রোদ্দুর যেন লজ্জিত সোনা…
হঠাৎ এক অচেনা সাহসিকতা ভর করে আমার ওপর
আদুরে স্প্যানিয়েলের মত আতুর চোখ তুলে
নিজেকে তোমার অধিকারী ভাবি।
আর্দ্রতা এক নমনীয় ধৈর্যের মত স্রোত—
জীবনের সব রাত বয়ে যাচ্ছে অনন্ত এক প্রবাহের দিকে…
মনে হয়েছিল এ সাক্ষাৎ সম্পূর্ণ এবং সমগ্র। সব আশা, আকাঙ্খা
সঙ্কুচিত একরাতের শীত ঋতুর মধ্যে, কোথাও কোন
প্রতিজ্ঞা নেই ভবিষ্যতের জন্য।
দক্ষিণের জানলা খুলি, বৃষ্টির ছাঁট ঢোকে ঘরে। আর প্রতিরাতে
আজও সেই জুইফুলের গন্ধ…