প্রেমের ফাঁদে কবিতায় সারাদিনে অয়ন ঘোষ by · Published February 12, 2021 · Updated May 14, 2022 ভালোলাগা যত অসুখ খুলে প্রিয় রাত পোষাক রহস্য জলে নৌকা ভাসাই গাঙের মুখে পাক খায় ঢেউ নোঙর জুড়ে অস্থির সুখ। ডুবতে ডুবতে থামা, থামতে থামতে ডোবা অর্ধেক জীবন গেলো বোঝা আর না বোঝার মাঝে বেবাক বসে। যতবার খুলতে গেছি প্রজাপতি বন্ধন অলৌকিক পিছুডাক ঘুম পাড়িয়ে দিয়েছে রঙিন পালকের নীচে, মধু সংবাদ। এ অসুখ সারবে না, জানি তাই বড় নিশ্চিন্ত বোধ করি, আজকাল।Spread the love
0 কবিতায় পদ্মা-যমুনা তে দীপায়ন হোসেন February 25, 2022 by TechTouch Talk · Published February 25, 2022