কবিতায় পদ্মা-যমুনা তে আবু আফজাল সালেহ (গুচ্ছ কবিতা)
১| সপ্তাহান্তের দৃষ্টি
বৃহস্পতিবার রাতে নীল-চোখের এই দৃষ্টি
আর গরম নিঃশ্বাস
সারা শুক্রবার খুন হব আমি।
২| সাহসী সৌন্দর্য
কে যেনো আমার ইন্দ্রিয়গুলো মন্ত্রমুগ্ধ করে
কে যেনো একটি উন্মত্ত আবহে মন্ত্রমুগ্ধ করে
আমি তার ভরপুর সৌন্দর্যে স্নান করি।
সাহসী সৌন্দর্য
যতটা সুন্দর হতে পারে ঠিক ততটা সুন্দর।
৩| বড়াই করা
সূর্য শুধু শক্তি দিয়েই যায়।
সূর্য কি এতই অন্ধ
নিজের শক্তি সম্পর্কে এতটাই বেখেয়াল!
আসলে শক্তিহীনরাই শক্তির বড়াই করে।
৪| পদস্খলন
আমরা আলোর গতিতে আগুন ধরিয়ে দেই
স্রোতের গতিতে স্রোত মিশিয়ে দেই।
সাগরের পদস্খলন জোয়ারে ভেসে যায় কিন্তু।
৫| কালো রঙ
কালো রঙ সংজ্ঞায়িত করে
রহস্য, শক্তি, কমনীয়তা
তোমার সত্তার বীরত্ব এবং মহানতা।
তোমার স্বভাব তোমার ভদ্রতার পরিহাস
বন্যতার প্যারাডক্স
কালো আমার হৃদয়ের দাস।