|| ২৩শে জানুয়ারি – নেতাজী স্মরণে || লিখেছেন অঞ্জলি দেনন্দী, মম

নেতাজী
আমার ধমনী প্রবাহে তুমি।
সর্বোচ্চে ছিল তোমার জন্মভূমি।
আমার শক্তিতে জাগ্রত দিবাকর,
নেতাজী সুভাষ চন্দ্র বসু।
আমার কর্ম প্রচেষ্টায় তুমিই রত্নাকর।
দমন করে বিদেশী পশু,
তুমি ছিলে পশুপতি, জীবন্ত।
তুমি পুনরপ্রজ্জ্বলিত করেছিলে
আত্ম বিশ্বাসের দীপ, যা ছিল নিবন্ত।
মনবলে ভরপুর মানুষ গড়েছিলে।
তাদের সংঘবদ্ধ করে হুঙ্কার উঠিয়েছিলে।
স্বাধীন আলোর পথে সকলকে ছুটিয়েছিলে।
আজ গণতান্ত্রিক অধিকারে তোমাকে পাই।
মাতৃভূমির চেয়ে বড় আর কিছু নাই।
পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি চাই।
বজ্র কণ্ঠে গর্জেছিলে তাই।
দেশপ্রেম তুমিই তো শিখিয়েছিলে।
তাই তো অন্তর স্বত্তায় “জয় হিন্দ”, লিখিয়েছিলে।
তোমার উপমা শুধুই তুমি – হে বীর!
নেতাজী – তুমি হিন্দুস্তানের উচ্চ শির।