কত প্রাণ হয়েছিল বিদেশীর বলী।
দেশের স্বাধীনতায় আপন জীবন হয়েছিল অঞ্জলি।
ইতিহাস এখন সে সকলই।
আমরা আজ নিজ-স্বাধীন পথে চলি।
স্বাধীন স্ব-ইচ্ছায় কথা বলি।
হায় রে আমার স্বাধীন দেশ!
আজ শুধু এ প্রিয় দেশ –
স্বার্থপরতার দৃষ্টান্ত, ঘোর বিরোধ আর বিদ্বেষ।
মহা জীবনের অশেষ দান
আজ ভুলে গেছে যে দেশের জনগণ।
হিংসা আর লোভে কলুষিত মন।
কোথায় হারাল সেই দেশ প্রেমের আবেগ, বোধ?
এখন কেবল শক্তিশালী, অকারণ প্রতিশোধ।
সেদিন তো মাটি হয়েছিল টুকরো টুকরো।
আজ তো আদর্শ টুকরো টুকরো।
আর এসব নয়।
নিজের দেশের গর্বকে করতে হবে এবার অমর, অক্ষয়।