T3 || ১লা বৈশাখ || বিশেষ সংখ্যায় অমৃতাভ দে

পুতুলপাড়া
(ঘূর্ণির মাটির পুতুলকে মনে রেখে)
নদীর ধারে পুতুলপাড়া
আমায় ছুঁয়ে আছে
বন্ধু হয়ে আসতে পারো
এই শহরের কাছে।
তোমায় দেবে লক্ষ্মী ঠাকুর
মাটির অলংকারে
গ্রামের বধূ তুলসীতলা
পদ্মদীঘির ধারে।
দুগ্গা-গণেশ কৃষ্ণঠাকুর
হরেক রকম পাখি
মাটির বুকে প্রাণের ছোঁয়া
চোখ দুটো যেই আঁকি।
বরের পাশে বউ হেঁটে যায়
কলসি কাঁখে মেয়ে
বাউল চলে গ্রামের পথে
মাটিরই গান গেয়ে।
ফুল ফোটে রোজ এই শহরে
সুবাস ছোটে মনে
রবীন্দ্রনাথ কাব্য লেখেন
মাটির ঘরের কোণে।
এমনি করেই পুতুলপাড়ায়
রাত্রি নেমে আসে
গল্প বলে মাটির পুতুল
আমায় ভালবেসে।