সাপ্তাহিক ধারাবাহিক উপন্যাসে অভিজিৎ চৌধুরী (পর্ব – ৪৮)

না মানুষের সংসদ

চিন্তিত হয়ে উঠল চিত্রলেখা ।
আবার কোন পাগলের পাল্লায় পড়লে !
নন্দ স্যার । দাদাভাইয়ের নন্দ-স্যার ।
লজ্জায় জিভ কাটল চিত্রলেখা ।
ইস্ উনি পাগল হতে যাবেন কেন! তোমার বাবাও ওঁর ছাত্র ছিলেন । পণ্ডিত মানুষ ।
দাদাভাইতো বলল স্যারের মাথাটা একদম গেছে ।
আমি বললুম কেন !
দাদাভাই বলল, স্যার এখন টিকটিকি, পেঁচা, শেয়াল, চশমা-পাখি এদের সঙ্গে কথা বলে ।
চিত্রলেখা বলল,
জীব-জন্তুরাও কথা বলে । তবে ওদের ভাষা আমরা জানি না, বুঝতে পারি না ।
এইসময় শ্রোত্রিয় ডাকছিল –
মন, মন ।
চিত্রলেখা আর মন বাইরে এলো ডাক শুনে । শ্রোত্রিয়ের হাতে একটা কাঠের ঘোড়া ।
মন, তোর জন্য আনলাম ।
চিত্রলেখা বলল,
মন – তুমি দাদাভাইয়ের কাছে চেয়েছিলে !
শ্রোত্রিয় বলল,
না, না । আমিই দিচ্ছি ।
মনের আর তর সইল না । কাঠের ঘোড়া নিয়ে সে দৌড়ে ভিতরের ঘরে চলে গেল ।
শ্রোত্রিয় বলল – জেঠিমা একটা খারাপ খবর আছে ।
চিত্রলেখা অবাক হয়ে বলল,
কী ?
নন্দ স্যার পুরো পাগল হয়ে গেছে ।
কেন-রে! এমন পণ্ডিত মানুষ । অংক, বিজ্ঞানে – এই পলাশিপাড়ায় তিনিই তো শেষ কথা ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।