সাপ্তাহিক ধারাবাহিক উপন্যাসে অভিজিৎ চৌধুরী (পর্ব – ৫৭)

না মানুষের সংসদ
একা একা যেতে যেতে হঠাৎ হুক্কা হুয়া ডাক শুনে চমকে উঠলেন । শেয়াল কি তবে তাঁর পিছু নিয়েছে ! মনের দিক থেকে সাহসী হওয়ার চেষ্টা করলেন নন্দ-স্যার । তারপর টের পেলেন চারিদিকটা শুনশান বলেই মনে হচ্ছে । কাছাকাছি কোন জায়গা থেকে শেয়াল ডাকছে । সামুদ্রিক কম্পাস বার করলেন পকেট থেকে, তারপর নন্দ-স্যার নিশ্চিন্ত হলেন শেয়াল নদীর ধার থেকেই ডাকছে ।