কবিতা সিরিজে তুলসী কর্মকার
by
TechTouch Talk
·
Published
· Updated
১| চুপিচুপি
ইচ্ছেমত ইচ্ছে করে
সুখ সাগরে ডুবি
স্বপ্ন গাছে স্বপ্ন ধরে
আমোদ গাঁথা ছবি
লাগাম যত আলগা হবে
নাগাল পাবো তোমার
মনের সাথে মন মাখিয়ে
খেলবে দুটি হাত
২| অসভ্য
বিরাট ক্যানভাসে তুলি নিয়ে দাঁড়িয়ে কী আঁকবে তুমি?
একটি নির্যাতিত জাতি?
অর্ধনগ্ন বুক?
উলঙ্গ যুবক?
ঘাড় নেড়ে চুপ থাকার আবেদন করলে
ক্ষণিক পর চক্ষুশূল
তুমি আঁকলে এক রাজ ভাষণ!
৩| ধ্রুবক
জীবন একটি বহুমুখী অঙ্ক সমাধান পদ্ধতি রকমারি
সেখানে প্রতিটি উত্তর নির্ভুল সংখ্যাগুলি অজ্ঞাত ঈশ্বর
ফলাফল মাত্রাহীন পরম বা চরম হতে পারে
জন্ম থেকে মৃত্যু শর্তসাপেক্ষ
বেঁচে থাকার প্রতি সেকেণ্ড পথে অনেক সমীকরণ
কোনদিকে বাঁকতে হবে তা আপন ইচ্ছে ও অন্যের উপায় দ্বারা সংযত
পথ ভুলে নিয়ন্ত্রণ হারালেও উত্তর পাওয়া যায়
সমীকরণ জন্মের গন্তব্য মৃত্যু
৪| সততা
একগুচ্ছ টাকা কুড়িয়ে দেখি
তিন সেকেন্ড
চার ঘণ্টা
দশ দিন
পাঁচ মাস
কুড়ি বছর পর জনৈক আমি খোঁজ করি
ফেরৎ দেবার ইচ্ছে সময় গড়ানোর সাথে মন্দন হারে শূন্য
অথবা মানসিকতা মালিক হতে চাই
জমি শিক্ষা শ্বশুরের টাকা ক্রমশ নিজের মনে হয়
আসলে সততা সময়ের সাথে ব্যস্তানুপাতিক