তোমার ভাবনার কাছে ঘন হয়ে আসে অজানা রহস্যের সাইরেন,
চোখের ভিতর তোমার সুদূর দেখার লোভ
পায়ে পায়ে হেঁটে গেছো তুমি নদী থেকে সমুদ্র
হাতের মধ্যে তোমার দূরন্ত তলোয়ার।
তুমি মধ্য রাতে দেখা জ্বলজ্বলে তারার মতো আলোঘর
বুকের ভিতর ছড়িয়ে রাখো ব্যথার চাবিকাঠি
স্বচ্ছ মেঘ যেন বৃষ্টিহীন পরব
পলাশের গায়ে লিখে রাখো সূর্যাস্তের উপহার।
তুমি মূর্তি পূজায় প্রণাম পেয়েছ অনেক
লক্ষ্মী হয়ে বেচে দিয়েছো সুখ জ্বলন্ত কয়লার ইতিহাসে
শঙ্খের স্নিগ্ধতায় মঙ্গল চেয়েছো শুধু
জানা নেই ভোরের আকাশে তুমি কোন গান ধরো
লিখে রাখো কোন ভবিষ্যৎ
গত রাতের গল্প তো আগামীর পরিহাস!