কবিতায় অমিত চৌধুরী
বন্ধুত্ব
বন্ধুত্ব একটা অটুট বন্ধন!
বন্ধু মানে প্রেম হৃদয়ের স্পন্দন।
বন্ধু মানে রাগারাগি ঠাট্টাহাসি পুরোনো দিনগুলির হারানো স্মৃতি,
সুখ দুঃখের সর্ব সময়ের সাথী।
বন্ধু মানে হিংসা নয় আনন্দ খুশির জয়,
বিপদে ছুটে আসে, না সংকোচ না কোনো সংশয়।
বন্ধু মানে সাহস, নির্ভয়, ত্যাগ,
মনের সান্তনা, যন্ত্রনা, আবেগ, অভিমানী, ভালোবাসা চাওয়া পাওয়ার আশ্রয়।
বন্ধু মানে সঙ্গী হয়ে, পাশে থেকে জীবন চলার পথে বাজিমাত করা সফলতার প্রতীক।
বন্ধু মানে ভাগাভাগি একজনের জন্য MEETING,
তো অন্য জনের জন্য SETTING!