গুচ্ছ কবিতায় আদিত্য প্রত্যূষ
রুদ্ধশ্বাস মিথুন
০|
যখন দৃষ্টি ফুটলো হাত-পাগুলো বাঁধা
যখন শব্দ হলো কেউ শুনতে পেল না
সমস্ত বোবা কালা বাতাস
না দেখার অভিনয়ে পাশ কাটিয়ে গেল
যখন বুকের গভীর একটা ঝড়
শান্ত আগুনের দিকে বাড়িয়ে দিল হাত
রাষ্ট্রের ভাষায় সব নক্ষত্রের মুখোশ
যখন কুকুটিও আমার মতোই লেজ গুটিয়ে চলার ভঙ্গিমা টুকে নিল …
১|
কয়েকটি ঘুঘু তুলির রেখায়
দিনের আলোয় লুকালো
গভীর রাতের শেয়াল
কাক ও কল্পনায়
ঘড়ির কাঁটা চতুর
জল ও জন্মদাগ রূপ ও রূপক
ধ্রুব ও ধ্রুপদী সময়
২|
অষ্টাঙ্গিক মার্গ থেকে সূর্যের গালে
তোমাকে আঁকতে পারছি না যখন
দক্ষিণের জানালায় কত ভিজে দুপুর বেপাত্তা
সন্দেহপ্রবণ কত জলপানের উপেক্ষা
ফিরতে হবে বলেই~
৩|
চলে যাওয়ার পরও তোমার স্পর্শ-গন্ধে বিভোর এই ঘরদোর-জানালা
নিঃশ্বাস এখন মেঘ
দরজায় অপেক্ষারত দীর্ঘশ্বাসেরা
আর এই অক্ষর রাজত্বে নিরাপত্তার
নেই কোনো শিকল
সব অতিথি পরায়ণ পাখির শিস
ভিজিয়ে রাখা মৌরিফুলের অন্ধকার~