কবিতায় অরিন্দম চট্টোপাধ্যায়
শ্রেণী সংগ্রাম
দৃশ্যমান এক সমাজ ব্যবস্থা
বিভিন্ন শ্রেণীতে বিভক্ত
নিম্নবিত্ত, নিম্নমধ্যবিত্ত
উচ্চমধ্যবিত্ত, উচ্চবিত্ত
বিবিধ দর্শন ও মতাদর্শ
ও তার ব্যবহারিক প্রয়োগ প্রক্রিয়া
এই চালু রাষ্ট্র ব্যবস্থায়…
তবুও মানুষ প্রতিনিয়ত জড়িত
এক অনি:শেষ জীবন সংগ্রামে
এক শ্রেণী থেকে অন্য শ্রেণীতে
উত্তরণ এর অভিপ্রায়ে…
রাষ্ট্রের ভূমিকা নিতান্ত নগন্য
মানুষের নিজস্ব জীবন সংগ্রামে
তবুও প্রতিনিয়ত মানুষ পা ফেলে চলে
এক অভিষ্ট লক্ষ্যের দিকে….