কবিতায় প্রভাত মণ্ডল

জীবনের সুখ

অজস্র ঘুমের পাহাড় চারিদিকে
তারই মাঝে নির্ঝরিণী চলে;
এ পৃথিবী সুধাময় মরণে জনম খোঁজে রোজ।
মৃত্যুর রূপ হয় ফিকে,
ফেলে আসা ধূসর স্মৃতি ছবি আঁকে ক্যা নভাসে;
হাসি নয়,বেদনায় ভরা থাকে জীবনের সুখ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।