সাপ্তাহিক ধারাবাহিক উপন্যাসে অভিজিৎ চৌধুরী (পর্ব – ৭০)

না মানুষের সংসদ

জ্ঞানী পেঁচা বলল,
ইন্দ্র-দা চলবে । খুব দয়ালু এবং শিল্পী ।
নন্দ-স্যার এবার বললেন,
আরেকজন হচ্ছে শ্রোত্রিয় । আমার ছাত্র ।
বিমর্ষ হল পেঁচা । সে বলল,
শ্রোত্রিয় একবার পাখির ডিম নষ্ট করেছিল ।
তখন টিকটিকি বলল,
এখন ভালো হয়ে গেছে । খুব ভাবে । নন্দ-স্যার আশ্বস্ত হলেন ।
টিকটিকি বলল,
স্যার – আর কেউ থাকবে না তো !
কান্তু আর পল্টন । আর কেউ নয় ।
জ্ঞানী পেঁচা বলল,
ঠিক আছে মানলুম । কান্তু আর পল্টনকেও নিলাম আমরা ।
চশমা-পাখি বলল,
ভবিষ্যতে এরা সাহায্য করবে তো স্যার !
আলবাৎ করবে ।
বেশ চেঁচিয়ে বললেন নন্দ-স্যার । তারপর বললেন – মার্কসের নীতি খারাপ নয় । তবে অহেতুক রক্তপাত হতে পারে । প্রথমেই হিংসার পথ নেওয়া ঠিক নয় ।
টিকটিকি বলল,
স্যার – আজ রাতেই শুরু হবে ।
হ্যাঁ, মুক্তধারা মঞ্চে । সক্কলকে খবর দাও । ভোট হবে ।
ওরা চলে গেলে নন্দ-স্যার দ্বন্দ্বমূলক বস্তুবাদ নিয়ে বসলেন । না-প্রাণিদের পক্ষে শক্ত । এছাড়াও ওদের লড়াই মানুষের অত্যাচারের বিরুদ্ধে । মৌমাছিদের মৃত্যু-দৃশ্য তিনি দেখেছেন । মর্মান্তিক । মৌমাছি হুল ফটালে এমন কিছু হয়না । কয়েকদিন পরেই ব্যথা কমে যায় কিন্তু সেই কারণে নির্বিচারে হত্যা – মেনে নেওয়া যায় না ।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।