সাপ্তাহিক ধারাবাহিক উপন্যাসে অভিজিৎ চৌধুরী (পর্ব – ৬১)

না মানুষের সংসদ

হ্যাঁ, তাই ।
বলে হাততালি দিয়ে উঠল মন ।

খৈতান মৈত্র চিত্রলেখাকে বলল,
ম্যাডাম, আপনি গান জানেন !
বিয়ের আগে করতাম । বাণীচক্রে শিখেছি ।
এখন করেন !
না ।
মনের সঙ্গে পড়া বাদ দিয়ে আপনি গান করুন । রবি ঠাকুরের গান বা যে কোন গান ।
মন বলল,
মা করবে তুমি !
চিত্রলেখা বলল, হ্যাঁ ।
তারপর আবার বলল,
তুমি তবে পড়াশুনা করবে তো !
হ্যাঁ করব । আমি তো করি ।
চিত্রলেখা কিছু বলতে যাচ্ছিল খৈতান মৈত্র আবার থামিয়ে দিলেন ।
তুমি আঁকতে ভালোবাসো !
হ্যাঁ ।
ঘাড় এলিয়ে উত্তর দিলো মন ।
চিত্রলেখা বলল, হ্যাঁ, খুব ভাল আঁকে ।
খৈতান মৈত্র বললেন,
মন – তুমি আর কি করতে ভালোবাসো !
কবিতা, ছড়া পড়তে । আর বলতেও পারি ।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।