কবিতায় হীরক বন্দ্যোপাধ্যায়
দহন
আগামী বছর শীতে ছুটি পেলে দেখা হবে
জন্ম মৃত্যু সানাই
যেন ভুলে না যাই
হামা দিয়ে শিশু,মোমের শরীর রাত্রিদিন শুধু
শুশ্রষা য় ভরা কিছু স্তব্ধ ছায়া আর দীর্ঘশ্বাস
আগামী বছর শীতে প্রতিটি নদীর সঙ্গে
আত্মার মিলন ভ্রূকুটিহীন তোমার মুখের রেখা
কি এক অপ্রকাশিত আগুন
আমার কথা ভেবে দুঃখ কোরোনা যেন
যে হাসি ছিলনা মুখে চোখে তার লক্ষ তারার দহন
মৃত্যু বিচ্ছেদ তর্পণের ভাষা থেকে দূরে
সেই জল যেন ভরা থাকে
স্বাতী বিন্দু অরুন্ধতী যেন বীজ হয়ে বেঁচে থাকে
দুধেভাতে, স্নেহ ভরা চোখে যেমন সন্তানেরা থাকে।