T3 || বিশ্ব কবিতা দিবস || সংখ্যায় আবীর ভট্টাচার্য্য

কাব্যপিয়াস

মিলনে ক্ষণিক সুখ,বিচ্ছেদই তো অমরত্ব আনে
পথে তো অজস্র বাধা,তবু পথ স্তব্ধ হতে জানে!

যে বসন্তে ঋষভ গম্ভীর,পরজেও কোমল নিষাদ
একা ঐ আঙুলটি জানে সেতারের নিঃসঙ্গ বিষাদ

মরমীর লেখনী সম্পাতে,কাব্যময় আস্পর্শী চুম্বন
দূর-বন-গন্ধবহ, মধুবন্তী রাগালাপে হৃদয় উন্মন!

কবেকার বাউলানী সুরে,ভেসে আসে মহতী প্রমাদ
প্রিয়স্পদী মুগ্ধনেত্রপাতে, চারুবাকী অক্ষর-প্রসাদ

অন্যমনা পরিযায়ী ব্যথা ওড়ে কোন আরব্ধ বেদনে
কবিতায় অভিমান কাঁপে, নিঃসহায় আপন্ন দহনে।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।