গদ্যের পোডিয়ামে ডালিয়া মুখার্জী (গ্রেটার নয়ডা ,উত্তর প্রদেশ)

তুমি – আমি

আমরা অনেকদিন একসাথে সূর্যোদ্বয় দেখিনি,
বৃষ্টি ভেজা একটি রাতে একসাথে হারিয়ে যাই নি অনেকদিন,
একে অপরের হাত ধরে হাঁটার অনুভূতি কেমন হয় আজ সেই স্মৃতিও ধোঁয়াশা,
মনে পড়ে না একটি মেঘে দেশে সাথে একই সাথে হাত ধরে বসে থাকা কেমন লাগে,
একই পৃথিবীর দুই প্রান্তে থাকা দুটি অসম বয়সের মানুষ কি ভাবে এক হয়ে যায় আমরা আজও বুঝতে পারিনা,
তবুও আমরা ভালোবেসেছিলাম,
পাহাড়ি নদীটার তীরে বসে
নির্জন রাতে আকাশের তারা দেখতে দেখতে এক দামাল প্রেমের গল্প লিখেছিলাম,
একসাথে বেঁচে থাকার অঙ্গীকার করেছিলাম,

আর আজ…….
সে স্বপ্ন সুদূর অতীতের গর্ভে শুধু গল্পকথা হয়ে গেছে,

এখন আর তেমন কথা হয় না আমাদের,
অতীতে অজস্র মেসেজের ভিড়ে
আজ নেমে এসেছে দিনের শেষে গুটি কয়েক ফর্মালিটিতে,

একটি সম্পর্ক যেন আষ্টে পৃষ্টে জরিয়ে দিয়েছে বাস্তবতার মোড়কে।
আমরা বাঁচতে ভুলে গেছি।

Spread the love

You may also like...

error: Content is protected !!