প্রবাসী মেলবন্ধনে আবদুল বাতেন (নিউইয়র্ক)

শুধু কবিতাকে ভালোবেসে
ঘেউ ঘেউ
ঘেউ ঘেউ- উৎসব শুরু হয়
তোমাকে আনন্দমুখর আসতে দেখে মাটির মানুষ।
কা কা
কা কা- মঞ্চের পর্দা উঠে
তোমাকে হিরণ্ময় হাসতে দেখে রে গানওয়ালা।
মিথ্যাচার
তিরস্কার- অবিরত তেড়ে আসে
তোমার শান্তিপায়রাকে সইতে না পেরে শব্দশ্রমিক।
তোমাকে থামাতে
তোমাকে ঠেকাতে
মোড়ে মোড়ে বসিয়ে রাখে ভাড়া করা গুপ্তঘাতক।
তোমার বাতাসে
তোমার পানিতে- মিশিয়ে রাখে বিষ
তোমাকে অল্পতে স্বাচ্ছন্দে বাঁচতে দেখে কবিতাপ্রেমিক।
ওরা জানে না, বিত্ত নয়
কোন শাস্ত্রের শাসন নয়
অজস্র জীবন তুমি অবলীলায় কাটিয়ে দিতে পার
শুধু কবিতাকে ভালোবেসে।