সাপ্তাহিক কোয়ার্ক ধারাবাহিক উপন্যাসে সুশোভন কাঞ্জিলাল (পর্ব – ৮৭)

সাতাশি

আমি আবার বেতালদাকে জিজ্ঞাসা করলাম, “বেতালদা আমি আপনাকে কয়েকটা জায়গার নাম করবো, সেই জায়গা গুলো সম্মন্ধে আপনি যা জানেন যতটুকু জানেন তাই বলুন। বিশেষ করে এই জায়গা গুলোর সঙ্গে কোনো ধাতুর সম্পর্ক আছে কিনা সেটা ভেবে বলুন।আরও একটু স্পেসিফিক্যালি বলছি, এই জায়গাগুলোতে কোনো সোনা বা অন্য কোনো ধাতুর খানি বা বিখ্যাত ধাতব মূর্তি বা মনুমেন্ট আছে কিনা জানা আমার বিশেষ প্রয়োজন”। বেতালদা ঘাড় নেড়ে বললেন “নিশ্চই আমার জানা থাকলে নিশ্চই, আমি বলব। তাহলে জায়গাগুলোর নাম শুনুন বলে আমি Finland, Quito, wales, xai, xai এবং ziro এই নাম গুলো বললাম। বেতালদা কয়েক মিনিট চুপ করে থেকে চোখ বুজে গভীর ভাবে ভাবলেন। তারপর হঠাৎ উঠে দাঁড়িয়ে পায়চারি আরম্ভ করে বললেন “হ্যাঁ শুনুন প্রথম জায়গাটি হলো ইউরোপে। এর রাজধানীর নাম Helsinki। এই দেশটি আগে রাশিয়ার অধীনে ছিল।1917 সালে দেশটি স্বাধীন হয়। তারিখটা সম্ভবত ৫ বা ৬ ডিসেম্বর। আপনার প্রশ্নের উত্তর হিসাবে বলা যায় এখানে Sibelius নামে একটি মনুমেন্ট আছে যেটি ৬০০ টির ও বেশি ফাঁপা স্টিল পাইপ দিয়ে ঢেউ এর আকারে তৈরি। মিউজিকের যে শব্দতরঙ্গ তা ঢেউ এর আকারে চারিদিকে ছড়িয়ে পরে, এটা বোঝানোর জন্যই নাকি এই প্যাটার্ন সৃষ্টি করা হয়েছে।”আমি বেতালদাকে থামিয়ে বললাম,”ব্যাস বেতালদা, যথেষ্ট! নেক্সট “। বেতালদা বললেন,”নেক্সট হল Quito। এটা Equador এর রাজধানী। তবে অন্য রাজধানীর থেকে এর একটা আলাদা বৈশিষ্ট্য আছে। এই রাজধানী সমুদ্রতল থেকে ২৮০০ মিটার উঁচুতে অবস্থিত। এটাকে বলা হয় হাইয়েস্ট ক্যাপিট্যাল সিটি ইন দি ওয়ার্ল্ড।আরও একটা তথ্য দিচ্ছি। স্প্যানিশ ভাষায় ইকোয়াডর হল ইকোয়েটর। রাজধানী কুইটো,ইকোয়েটার, বা বিষুব রেখায় অবস্থিত।রাজধানী কুইটোতে EI Panevillo নামে একটা পাহাড় আছে তার মাথায় ৪১ মিটার লম্বা একটা অ্যালুমিনিয়াম ধাতুর মূর্তি আছে। মূর্তিটি ম্যাডোনা বা ভারজিন মেরীর। এই মূর্তিটি
Quito র যে কোন প্রান্ত থেকে দেখা যায়।” অনিকেত বলে উঠলো, “দারুন! বেতালবাবু আপনি তো দেখছি জীবন্ত Encyclopedia। কিভাবে মনে রাখেন এতো কিছু?”বেতালদা হেসে বললেন,”আরে ভাই, এটাই তো আমার হবি।”
একটু জল খেয়ে বেতালদা আবার শুরু করলেন, “এর পর আসি Wales এর কথায়। অনেক ভাবলেও wales কিন্তু ইংল্যান্ডের অন্তর্গত নয়।এর স্বাধীন সত্তা আছে। তবে ইংল্যান্ড স্কটল্যান্ড এবং ওয়েলস নিয়ে হল ইউনাইটেডকিংডম। তাই আমরা সঠিক ভাবে বলতে গেলে বলতে হবে Wales, United kingdom বা U. K এর অন্তর্গত। Wales এর রাজধানী হলো Cardiff। Wales এর বিখ্যাত ধাতব কনস্ট্রাকশানের কথা বলতে গেলে বলতে হয় Pontcysyllte Aqueduct এর কথা। এটি Dee নদীকে ক্রস করে। এটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এই ব্রিজের পিলারগুলি ইটের তৈরি কিন্তু স্ট্রাকচারটা Cast iron এর ” আমি বললাম বেতালদা এবার বাকি দুটো জায়গার সম্মন্ধে বলুন। “বেতালদা বললেন,”xai xai এ কিন্তু তেমন কোনো মনুমেন্ট বা খনির কথা আমার জানা নেই।এটি আফ্রিকার Mozambique দেশের একটি শহর। আগে যখন Mozambique পর্তুগালের অধীনে ছিল তখন Xai Xai জায়গাটির নাম ছিল Joao Belo। ১৯৭৫ এ স্বাধীনতা পাওয়ার পর এর নাম হয় Xai Xai। এটা হলো Mozambique এর Gaza প্রভিন্সের রাজধানী। খুব সাধারণ উপকূলবর্তী শহর। শেষ জায়গাটা হলো আমাদের দেশে। Ziro হল অরুণাচল প্রদেশের একটা একটা হিল স্টেশন। এটি ভারতের একটা Cencus টাউন
এখানকার উপজাতি apatam অরুণাচলের অন্য উপজাতির থেকে আলাদা। খুব শীঘ্রই এটা World heritage site hisebe গণ্য হতে চলেছে।অনিকেত হঠাৎ জিজ্ঞাসা করলো,”Census town মানেটা কি?”আমি বললাম কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকলে কোন স্থানকে Census town বলে। যেমন ভারতে কোনো অঞ্চলে জনসংখ্যা যদি 5000এর বেশি হয় অথচ কোনো মিউনিসিপাল ব্যবস্থা না থাকে এই রকমের আরও কয়েকটি বৈশিষ্ট থাকলে তাকে Census town bole “। হঠাৎ ঘরের ভেতর থেকে খুব জোরে কিছু পড়ার শব্দ হল।আমরা সবাই চমকে উঠলাম। আমি দৌড়ে শোওয়ার ঘরে গেলাম।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।