T3 || ১লা বৈশাখ || বিশেষ সংখ্যায় অভ্রনিলয় বসু

প্রত্যাশা

একটা সময় পর প্রত্যাশাগুলো
কমতে শুরু করে ; কমতে কমতে
মিলিয়ে যায় সেই দূরে থাকা
তারাদের সাথে ।
আবেগ ভাসে মেঘ হয়ে ,
নিজের যেসব ভাবনাছিল
সেগুলো ভুল বলে মনে হয় –
ভয় হয়না কোন কিছুর ;
শুধু দুঃখগুলো বাতাসের
মতো ছুঁয়ে যায় শরীর ।

Spread the love

You may also like...

error: Content is protected !!