প্রেম থেকে অসংখ্য নক্ষত্র জন্ম নিয়ে চলে যায় আকাশে। নতুন ধানের
গন্ধ ভাবতে ভাবতে পড়ে যাই অচেনা প্রেমে। সহজিয়া প্রতীকেরা যদি উড়তে পারে পরবর্তী প্রান্তে, প্রেমেই জন্মেছে তাদের প্রতিভা। কিছু কিছু
প্রেম থেকে বেরিয়ে আসে বাঘ। বিরক্তিকর প্রেম ছেড়ে বিরক্তিহীন প্রেমে ছোটে হরিণেরা আরও কিছুদিন বাঁচবে বলে। যেখানে সেতু নেই, বসবার বেঞ্চি নেই, সেখানে কেবলই গড়িয়ে যাচ্ছো পরিবর্তিত প্রেমভরা তুমি।
সমস্ত ধ্রুবতারায় গিজগিজ কোরছে প্রেম। ধ্রুবতারাদের ভেতরে প্রেমের উপস্থিতির কারণে তাদের আগুনকে নিভিয়ে ফেলার কেউ নেই পৃথিবীতে। যেকোনো সময় নতুন ধ্রুবতারাও জন্ম নিতে পারে, নতুন ধ্রুবতারার আলোয় নতুনতর প্রেমের দাগ। অন্য মনের কিনারে কিনারে
ধ্রুবতারাভর্তি প্রেমের উৎস রাখা আছে…