প্রবাসী মেলবন্ধনে আবদুল বাতেন (নিউ ইয়র্ক)

একখানা অকবিতা

হুবহু একটা হায়েনা লাফিয়ে বেড়িয়ে আসবে
তুমি যখন একজন নমস্য! নেতার দিকে তাকাও
অথচ একজন কৃশকায় কৃষকের ঘামঝরা মুখে
একজন ফেরেশতাকে আস্ত খুঁজে পাবে।

আমলার আড়ালে রাক্ষসের বসবাস
ধরুণ, একজন ব্যবসায়ী-
ক্ষুধার্ত হাঙরের চেয়ে চৌদ্দগুণ ভয়ংকর
শকুনের সমান নোংরামি নিয়ে বেঁচে থাকে একজন কোটিপতি
কিন্তু একজন শ্রমিক শুধুই মানুষ, মাটির মানুষ।

এখন তুমি নির্জনে নিজের দিকে তাকাও, বন্ধু
কি দেখছ, মানুষকে নাকি অন্যকিছু?

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।