সাহিত্য ভাষান্তরে বাসুদেব দাস

তাজমহল

অর্চনা পূজারী
মূল অসমিয়া থেকে বাংলা অনুবাদ

বিকেলের মায়াময় রঙ মেখেও
অনাড়ম্বর নম্রতায় দাঁড়িয়ে থেকে
ফুঁপিয়ে উঠেছে তাজমহল
বিষাদে সিক্ত মন
নেমে আসছে রাত
জ্যোৎস্না গলে যমুনা নদীতে ডুব মেরেছে
আকবর মুগ্ধ হয়ে ফিরে তাকাচ্ছে
আমার নাতি প্রেমের একটি নাম দিয়েছে
ইটের দেওয়ালের কোণে কোণে
সৈ্ন্যরা যুদ্ধ করে ক্লান্ত হয়ে পড়েছে
সাম্রাজ্য গড়ার যুদ্ধ
বীরবলের মন্ত্রণায় ধন্য সবাই
ভোর হতে আর দেরি নেই
জলের প্রদীপটা নিভিয়ে দাও
বুদ্ধিতে তুমি বড়
সমাধি থেকে উঠে এসেছে
একটা দীর্ঘশ্বাস
অন্ধকারের নৈঃশব্দ মমতাজের তীব্র কন্ঠ
কী মুগ্ধতার জন্য
হত্যা করলে ভাস্করকে
নিষ্ঠুর তুমি।

Spread the love

You may also like...

error: Content is protected !!