অ আ ক খ – র জুটিরা

ভেসে চলা জীবনতরীতে বেজে ওঠে উলুধ্বনি
নাওয়ের বৈঠায় কতটা পথ কতটা যাপন
তা মেপে দেয় জ্বলছাস
দূরের অনন্ত আকাশ জানান দেয়
গভীর এ প্রেমে মায়ায় জড়ানো জীবনের
কখনো বা সাবধান বাণী
এ তরীর নেই কোন কূল নেই কোন কিনারা
দ্বার বেয়ে পার করতে হবে একের পর এক সঙ্গম
যা আজীবন রচিত হয়ে এসেছে একেক অধ্যায় হিসাবের
মিলানোর দায়িত্ব তবে কার!

অনিন্দিতা ভট্টাচার্য্য

Spread the love

You may also like...

error: Content is protected !!