নিকষ কালো অন্ধকারে বসে আছি, নিদ্রাহীন এক অমোঘ যন্ত্রণায় পুড়ে যাচ্ছে মন।
বেঁচে থাকাটাই মনে হচ্ছে আজ বোঝা।
পৃথিবীকে এক কুৎসিত উপগ্রহ মনে হচ্ছে।
পাপের ঘেরাটোপে বাঁধা পড়েছে চারিদিক।
নিষ্ঠুর বাস্তবের অভিশাপে পুড়ছে মনুষ্যত্ব।
তলিয়ে যাচ্ছে ভবিষ্যতের অতল গহ্বরে।
পথে শুধু মৃত্যুমিছিল, এ পথের শেষ কোথায়ে ?
কবে শেষ হবে এই গভীর অমাবস্যার রাত ?
কবে পাপ মুক্ত হবে পৃথিবী ?
মানুষের আবর্জনা কবে নীলকন্ঠ হয়ে গ্রহণ করবে পৃথিবী ?
মহানগরীর পথে পথে শুধু হাহাকার ।
উরন্ত শকুনের শেন দৃষ্টি পৃথিবীর দিকে ।
জ্বলন্ত চিতায় শুধু দেহ নয় পুড়ছে মনও।
হে ঈশ্বর শান্ত করো তোমার রোষ, উন্মত্ততা।
সবুজ ধরিত্রী আবার মেতে উঠুক কোলাহলে।
জ্বলন্ত চিতায়ে ধুয়ে যাক সব পাপ।
নিকষ কালো অন্ধকার শেষে আবার আসুক ভোর।