কবিতায় পদ্মা-যমুনা তে আশ্রাফ বাবু
by
·
Published
· Updated
উপায় খুঁজে শোকসভা
যত সুদীর্ঘ পথ দেখা যায়,নিজ বুকে আটকানো
কেটে যায় দিন ভেতরে ভেতরে শূন্যতা,ফুরাবে জনম,নির্লিপ্তি বেঁচে থাকা,উপায় খুঁজে শোকসভা।
প্রেম পুষে রূপালী পারদে।
জগতে মানুষে মানুষে প্রেম হয় বিষেভরা
অকারণে গড়াতে গড়াতে পুড়ে মরে মনের বাসনাতে,
তীব্র চঞ্চল নিজের বুকে অতৃপ্ত ঢেউ মেখে গন্ধ ছড়ায়,
নিতান্তই স্বাভাবিক লুকানো থাকে আততায়ী হৃদ
প্রেম ধরে রেখে অরুণোদয়ের ভোরে সুমসৃণ দৃঢ় তুমি
তবুও জ্বলে প্রচন্ড জ্বরে বিচূর্ণ কোন এক ঝড়ে!
মনে অকারণে পুড়বে আর ভাঙ্গবে নতুন খোঁজে!
মায়া ধরেছে তাকে?
মস্তিষ্কে হচ্ছে হৃদয় ক্লিষ্ট সাক্ষাৎ!
মনে আজ তীব্র ঘনত্বে হৃদয় পুড়ায় প্রত্যাহিক ঢেউয়ে
অগোছানো ভাবনায় মন পুড়ছে অবশিষ্ট বিষে
প্রেম পুষে রক্তাক্ত চোখের মায়ায়।
আড়াল দেবে খুব গোপনে আয়োজন হৃদয়ে
দোলা দিয়ে যায় মনে সময় অসময়ে।
নির্ভরতা হয়েছে মায়া আর প্রাণে
পথ মাপছি সুদূর স্বর্গের কাহিনী জেনে।