ক্যাফে কাব্যে আবীর ভট্টাচার্য্য

অবগাহন কাল
গহন ঘন অঝোরপাতে স্নিগ্ধ বনতল
মন্দ্র-মদির হাওয়ায় ওড়ে না বলা কথাদল
এ অবেলায় কুন্দ-কোমল ক্লান্ত ব্যথা-শ্লোক
মেঘচ্ছায়ে ইচ্ছা-কুসুম প্রেমে আশ্লিষ্ট হোক…
বৃষ্টি যখন একলা ঝরে ঝাপসা মাঠে ঘাটে
আমার মনে মেঘমল্লার,পিয়া-বিরহে কাঁপে
ব্যথাপথের দোসর আমার, ছায়াপথের ধারে
ভরা শ্রাবণে অপেক্ষমান আলোকবর্ষ পারে।
এ শ্রাবণের বুকের ভেতর আগুন এবং জল
পোড়ায় এবং ভেজায় আমায়,অলীক-মায়া ছল
মনসা-ভাসান-গানে উতল স্বপ্ন-আলিঙ্গনে
ডুবোয় আমায়,ভাসায় আমায় নিবিষ্ট চুম্বনে…