সাপ্তাহিক শিল্পকলায় শিল্পের জন্য শিল্প – লিখেছেন অ্যালবার্ট অশোক (পর্ব – ৬৬)

কলা নিয়ে অহঙ্কারী আর কেলেঙ্কারিঃ আর্ট বেসেল মায়ামি বিচ ২০১৯ – (১)

আলোচনার কেন্দ্রে হল একটি কলা। এটিই ভাবনাজাত ভাস্কর্য Conceptual art, তার শিরোনাম দেওয়া হয়েছে কৌতুকাভিনেতা বা জোকার (Comedian) স্রষ্টা ইতালীয় শিল্পী মাউরিজিও ক্যাটেলানের ২০১৯ সালের একটি শিল্পকর্ম। কাজটির, তিনটি সংস্করণ তৈরি করা হয়েছে। একটি তাজা কলা হিসেবে দেখা যাচ্ছে একটি দেয়ালে আঠালো ফিতেয় সাঁটানো। ধারণাগত শিল্প Conceptual art হিসাবে, এটি সত্যতার একটি শংসাপত্র আছে যাতে এ বিষয়ে বিশদ বর্ণনা করা হয়েছে এবং এর সঠিক প্রদর্শনের জন্য ক্রেতার প্রতি নির্দেশাবলী রয়েছে। আর্ট বাসেল মায়ামি বিচে $120,000 USD-তে ৩টি সংস্করণ বিক্রি হয়েছে উল্লেখযোগ্য মিডিয়ার মনোযোগের জন্য।

২০১৯ সালের ডিসেম্বরে প্রথম সপ্তাহে মায়ামি বিচে আর্ট বেসেলের Art Basel Miami Beach শিল্প প্রদর্শনী চলছে। V.I.P দের প্রথম ফ্লাইট সংগ্রাহকরা সবেমাত্র আর্ট বাসেলে এসেছেন। ব্যাঙ্গাত্মক ইতালীয় শিল্পী মৌরিজিও ক্যাটেলান (Maurizio Cattelan ) পাকা কলা গ্যালারি পেরোটিন বুথে (at Galerie Perrotin’s booth) র দেওয়ালে আঠালো ফিতেয় প্রদর্শনে রেখেছেন।

৫ই ডিসেম্বর ইন্সটাগ্রামের পোস্ট

একটা কলার দাম লেখা আছে ভারতীয় ৯০ লাখ টাকা ($120,000)। (December 7, 2019 ) কলাটা আর্ট গ্যালারীর প্রদর্শনী হলে দেওয়ালে আটকানো ফিতেয় সেঁটে আছে। কলাটা মাটির বানানো কলা বা কোন ধাতুতে তৈরি নয়। একেবারে গাছের পাকা হলুদ কলা এনে সাঁটানো হয়েছে। আপনার কি মনে হচ্ছে শিল্পী পাগল বা যে কিউরেট করছে তিনি পাগল? আর যে জায়গায় করা হয়েছে, সেখানে বিশ্বের বিশিষ্ট ও প্রতিষ্ঠিত সেরা শিল্পীর ছবি সহ উঠতি সেরা তরুণরা ছবি ভাস্কর্য প্রদর্শনীতে রেখেছে। তাদের সাথে কেউ মস্করা করে একটা কলা রাখবে? না।
ডাক্ট Duct মানে হল নল বা নালী, টেপ tape মানে ফিতে। ডাক্ট টেপড্‌ Duct-taped তৈরি হয়েছিল মূলত সিল করা, গরম করার জন্য এবং এয়ার-কন্ডিশনিং নালীগুলির জন্য বানানো হয়েছিল। সাধারণত রূপালী রঙের আঠালো কাপড়ের জাল দিয়ে তৈরি, জলরোধী উপাদান দিয়ে লেপা ফিতা। এই জাতীয় ফিতে দিয়ে রাজমিস্ত্রী, বৈদ্যুতিক কাজের লোকেরা, জল বা গ্যাসের নল লাগাবার কর্মীরা ব্যবহার করে মেরামতের জন্য।

A usually silver adhesive tape made of cloth mesh coated with a waterproof material, originally designed for sealing heating and air-conditioning ducts.
শিল্পী মাউরিজিও ক্যাটেলান তাৎক্ষণিক ধারণাকে রূপ দিতে এই ডাক্ট-টেপড্‌ ব্যবহার করেন দেখে সাংবাদিকরা সহজ কথায় শিল্পবস্তুকে লঘু করে নাম দেয় Duct-taped banana । CNN এ তার খবরে শিরোনাম দেয়, “কলার ছাল ছাড়ানোর প্রস্তাব? আর্ট বাসেল মায়ামিতে নালী আটকানোর ফিতেয় কলা-র কাজ ৯০ লাখে বিক্রি হচ্ছে” (A-peeling offer? Duct-taped banana work selling for $120,000 at Art Basel Miami)

Trudl Bruckner
Ernst Beyeler
কিছু তথ্যঃ
আর্ট বাসেল (Art Basel) হল একটি লাভজনক, ব্যক্তিগত মালিকানাধীন এবং পরিচালিত প্রতিষ্ঠান ও শিল্প প্রদর্শনীর গ্যালারি। সুইজারল্যান্ডের বাসেলে (in Basel, Switzerland) মায়ামি বিচে, ফ্লোরিডা য়; এবং হংকং এ প্রতি বছর আন্তর্জাতিক শিল্প মেলা এই ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠান সংগঠন করে। প্রতিষ্ঠানের বয়েস ৫১ বছর। ১৯৭০ সালে শুরু হয়।
সুসমাচারের New Testament আগে যেমন আধ্যাত্মিক স্থানীয় ভাবনা the secret gnostic gospels ছিল তেমন সুন্দরী জুলিয়েটের (Juliet) সাথে রোমিওর প্রেমের আগে রোমিওর রোজালিনের সাথে ব্যর্থ প্রেমের নিশ্বাস Romeo’s crush Rosaline ছিল। এবং আর্ট বাসেলের Art Basel আগে Art Cologne,ছিল। একটা শিল্প মেলা। তখন তার নাম ছিল Kunstmarkt Köln. ১৯৬৭ সালে এটি একটি জার্মানী সংস্থা, সমসাময়িক আর্ট বিক্রীর একটা মঞ্চ। সেখানে ইউরোপের জাতীয় গ্যালারি গুলি যোগ দিত। সুইজার ল্যান্ডের আর্ট ডিলাররাও যেত। ট্রডল ব্রুকনার, বালজ হিল্ট, এবং আর্নস্ট বেইলার (Trudl Bruckner, Balz Hilt, and Ernst Beyeler), এরা ৩ জন মিলে জার্মান মেলার অনুসরণে তাদের স্থানীয় শহর বাসেলে শিল্প মেলা শুরু করে(the trio decided to translate the experiment to their native cobblestoned city of Basel, with international flair.)। আর্নস্ট বেইলারের সাথে ইউরোপের নামী গ্যালারি গুলির যোগাযোগ ছিল। ফলে তারা যখন আন্তর্জাতিক মেলা শুরু করল প্রথমেই সাফল্য পেল।
আর্ট বাসেল আমেরিকার ফ্লোরিডার মায়ামি বিচে (Miami Beach, Florida) প্রতি বাৎসরিক ডিসেম্বরের শিল্প মেলা অনুষ্ঠান করে। গত ১৯ বছর ধরে করে আসছে। যেখানে বিখ্যাত নামী দামি মানুষ এবং শিল্পীরা ফ্লোরিডায় তারকা-খচিত সপ্তাহের উৎসবের জন্য আসে, যার মধ্যে গ্ল্যামারাস পার্টি এবং আর্ট শো থাকে। লোকে পাগলের মত আনন্দ উপভোগ করে।
ট্রডল ব্রুকনার-ওয়াটজলাউইক Trudl Bruckner-Watzlawick, জন্ম অক্টোবর ১৯১৬ সালে; মৃত্যু, ২০১৮ সালে জুরিখে),১০১ বছর বেঁচে ছিলেন। একজন সুইস গ্যালারির মালিক। তিনি আজকের আর্ট বাসেলের সূচনাকারী এবং সহ-প্রতিষ্ঠাতা ছিলেন।
১৯৫৬ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি বাসেলের “গ্যালারি রিহেনটর”“Galerie Riehentor” এর গ্যালারির মালিক ছিলেন, যেখানে তিনি প্রধানত সুইস শিল্পীদের শিল্প প্রদর্শনী করতেন। মোট, তিনি ২০০ টিরও বেশি প্রদর্শনীর আয়োজন করেছিলেন, যার মধ্যে রয়েছে হেলমুট ফেডারেল, ফ্রাঞ্জ গের্টস, স্যামুয়েল বুরি, লেনজ ক্লটজ, রল্ফ ইসেলি, ডোরেট হুগিন, মেরেট ওপেনহেইম এবং আইরিন জুরকিনডেনের Helmut Federle , Franz Gertsch , Samuel Buri , Lenz Klotz , Rolf Iseli , Dorette Hügin , Meret Oppenheim and Irène Zurkinden মতো শিল্পীদের প্রথম প্রদর্শনী। ১৯৭০ সালে ট্রডল ব্রুকনার তার দুই গ্যালারি সহকর্মী আর্নস্ট বেইলার এবং বালজ হিল্ট (১৯২১-১৯৯৭), বাসেল আর্ট হিস্টরি, আর্ট প্রতিষ্ঠার মাধ্যমে, পরে আর্ট বাসেল। তার গ্যালারি নিয়ে তিনি নিজেও নিয়মিত এই শিল্পমেলায় অংশ নিতেন।

এই পর্বটি চলবে

In the late 1960s, Bruckner convinced Beyeler & Hilt to found with her the fair then known simply as ‘Art,’ which immediately established its presence on the international scene. For decades, she was both a leader & exhibitor within the show.

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।