কবিতায় উদয় ভানু চক্রবর্তী

শাশ্বত

বেঁচে থাকাটাই এক শাশ্বত কাব্য,
কত বিনিদ্র মুহূর্ত, কত গোলাপের প্রহর, অপূর্ণ আবেগের স্রোত অথবা মোহহীন আঁকা বাঁকা পথে চলা- নিরুদ্দেশে!
তমসাঘন অন্ধকারটুকু পেরিয়ে যে অবশিষ্ট হাওয়ার ছোঁয়া মনকে নাড়া দেয়, ধানের মঞ্জরীতে ছড়িয়ে দেয় সবুজ ঘ্রাণ, কী প্রানবন্ত!

সে এক নিষ্কলুষ বাঁচা- নিবিষ্ট আলোর জ্বলে ওঠা নিসর্গে, নক্ষত্রের মতো দায়হীন অথচ অপরূপ!
ফিনফিনে চোখের জল, এলোমেলো দেহ, অস্থির ক্যালেন্ডারের ওল্টানো পাতা, এ’সবই কি মৃত্যুর আভাস নয়?
নাকি অমরত্বের কল্পনা রঙীন ক্যানভাসে!

কে তুমি ওগো রচয়িতা- নিঃশব্দে জীবনের উপন্যাস লিখে যাও আমার,
কখনো আবহমান কবিতা-
তোমার কাছে শুধুই আছে উত্তর আর উদ্ধার !!

Spread the love

You may also like...

error: Content is protected !!