T3 || আমি ও রবীন্দ্রনাথ || সংখ্যায় অরূপ

বিসর্জন
নদী বয়ে চলে প্রাচীন শরীর দিয়ে,
এ শরীর ও শরীর
খড় কুটো ভাসে নদীর অমতে।
আঁধার চুইয়ে পড়ছে,জ্যোৎস্নার সখ্য কোজাগরী,
স্বপ্নের ব্যবচ্ছেদে শরীর টুকরো হয় কত খাতে
গীটারে বাজে লিমেরিক,
চিকন চাঁদের আলো মেখে
শুয়ে থাকে রাখাল
পড়ে থাকে আত্মার অধক্ষেপ,শরীরের অতলে
মগজে কিলবিল করে ট্রামের ভবঘুরে তার।