কবিতায় বলরুমে দেবাশীষ ভট্টাচার্য্য

পাষাণ সোপান

পেতে দেখিনি কতোটা মসৃণ কিংবা ক্ষতঃ,
সবাই তো ছিটকে চলে যায়,
সবাই টানে –
দড়ির বদলে দূরত্ব,
শূন্যতার বদলে স্বার্থ ;
কথাবলা পুতুল হাতে –
খিঁচুনি ধরা রাত –
আবর্জনার মতো ব্যথা ।
স্মৃতি চাও!
আমি জেগে আছি প্রতিদিন,
মায়াবী ভালোবাসার মিছিলে স্বশরীরে,
কতো অভিনয় আসল হয়ে যায়,
জমাট জমাট খেলা,
দিনান্তে কষ্টভেজা বিছানায় স্বপ্নের ঘেঁটি ধরে শেখাই পথ চলা ;
খুলির ভিতরে রাতের ট্রেন –
তারা ছড়াতে ছড়াতে ছুটে যায় গভীরে,
ঘষে ঘষে ক্ষয়ে আসে কবিতারা ;
লিখে ভুলে যাইনা এখনও,
রোজ ভাবি একটা অন্যরকম কবিতা লিখবো ;
ঘুরে ফিরে অভিমান হয়ে যায়।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।