কবিতায় পিন্টু হাটি

নিস্তব্ধ কান্না
একটা গাছ যখন তিলে তিলে মরে,
তখন কি সে কান্না করে?
নাকি সে শেকড়ের শিরা উপশিরায় পোঁছে দেয় সেই বারোতা!
তুমি কি কখনো দেখেছো
একটা গাছকে নিঃশব্দে মরে যেতে?
শিকড়ের গভীরে ব্যথা লুকিয়ে
সে কেমন ধীরে ধীরে
নিঃস্তব্ধ হয়ে যায়!
বিধাতা কি কোনো দিন আবার
সুযোগ দেবেন হাতে হাত রাখার?
বর্তমান আর ভবিষ্যতের
বাস্তবতা নিয়ে
নতুন করে আলোচনায় বসার?
হয়তো সেদিন
একটি গাছ নতুন কুঁড়িতে
জীবনের গান গাইবে…!