সংজ্ঞা
অবক্ষয়ের সাথে পথ চলছি বেশ কিছু দিন হলো
কত উল্কাপাত দেখলাম এই ছায়াপথের আটচালায়
অনিচ্ছাতেও সন্ধি করেছি আত্মঘাতী আমি’র সাথে
চোরা পথে স্বপ্ন এলেও তাকে লালবাতি দেখাই রোজ
প্রিন্সেপ ঘাটের সাদা পিলারগুলো নীরব সাক্ষী,
তোমার লালকার্পেট বিছানো পথে শহীদ বসন্ত উৎসব,
গার্লস কলেজের সোস্যালের দিনটা আজ ফ্রেমবন্দী
মানছি না, মানবো না – বলার কেউ নেই,
শুধুই শুনে যেতে হবে আর আপডেট হতে হবে
বইমেলা সরে গেছে, গঙ্গা মাথায় নিয়ে মেট্রো ছুটছে
তবুও পিছিয়ে যাচ্ছি, তোমার লালবাতির সাদা গাড়িতে
কথা না রাখা প্রতিশ্রুতির জলছবি ভেসে ওঠে ,
তোমার সাবলীল ধ্বনি শোনা যায়-
সত্যমেব জয়তে!!
এই “তুমি” র সংজ্ঞা কি?