সম্পাদকীয়

মন শান্ত হও, কাজ করো

গতকাল থেকেই মন বড় অশান্ত হয়ে রয়েছে। দেশের একপ্রান্তে কিছু অপ্রিয় নৃশংস ঘটনা ঘটলো। অন্যপ্রান্তেও ঘটেই চলেছে, কেউ অবশ্য জানে না। আসলে মিডিয়া জানায় না যে। Out of sight, out of mind… অথচ পশ্চিম এশিয়ায় কি ঘটছে তারও খবর মানুষ রাখে। অশ্রু ফেলে। সে অশ্রু কপোল সিক্ত করে না। সে অশ্রু শুধুই ফেসবুকে। ছোট থেকে আমরা সব মানুষ এক এই আদর্শে বড় হয়েছি, অথচ গতকালের ঘটনায় সবাই কেমন অসহিষ্ণু হয়ে উঠলো। কিন্তু অসহিষ্ণুতাটা শুধুই ফেসবুকে। নিজের জীবনে মানুষ নিজেকে নিয়েই ব্যস্ত। বিয়ের মাস চলছে… ফেসবুকে অশ্রু ঝরিয়ে, গরম গরম ৫০০ শব্দের প্রবন্ধ পোস্ট করে… কেউ ছাদনাতলায় বসছে, কেউ বিয়ের নিমন্ত্রণ রক্ষা করতে যাচ্ছে। তারপর বেশ আনন্দ নিয়ে বাড়ি ফিরে চটজলদি ফেসবুকে চোখ… দেখতে হবে তো কি প্রতিক্রিয়া হলো সে গরমাগরম পোস্টের… টিভি চ্যানেলের টিআরপির মতো কটা লাইক পড়লো, কটা কমেন্ট… এক এক জনের পোস্ট এক এক অ্যাঙ্গেলে। যত সময় যায়, অ্যাঙ্গেল তত বাড়ে। বুদ্ধি বটে মানব জাতির। কত রকম ভাবে ভাবতে পারে মানুষ। আমি সবই পড়ছি। যে অ্যাঙ্গেলেই পড়ি, দেখি সেটা সত্যি। অর্থাৎ সবাই একটা করে সত্যি অ্যাঙ্গেল নিয়ে লিখে গিয়েছেন। কিন্তু কেউ গোটা বাড়িটা নিয়ে লেখেননি। এদিকে আমি ফুটবলের মতো সব পোস্টে সমর্থন করার জন্য ছুটে বেড়াচ্ছি। ঠিক তখনই মনে পড়ে গেল এক মহাপুরুষের কথা। কারোও কথার ফুটবল হয়ো না। নিশ্চুপ থাকলাম। নীরবতা পালন করতে লাগলাম। মনের কষ্ট, ক্ষোভ নিজের মধ্যে রাখতে চাইলাম। তখনই আর একটি পোস্ট চোখে পড়লো। চুপ থাকার ফলেই আজকের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। প্রতিবাদ প্রয়োজন। কিন্তু প্রতিবাদ কি শুধুই ফেসবুকে পোস্ট করে করতে হয়? নাকি পথে মোমবাতি নিয়ে বা হালের রাত দখল আর স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতার মাধ্যমে? হ্যাঁ আমি এসব জায়গায় চুপ থাকবো। সমাজের প্রতি, দেশের প্রতি যে কাজ করার শুধু তা করে যাবো। সবাই সবার কাজ করে গেলে বদল আসবেই। হ্যাঁ আমার প্রিয় মানুষেরাও কাজ করে চলেছেন। ছুটি ত্যাগ করে আবারও ঝাঁপিয়ে পড়েছেন। ফেসবুকে নয়… যুদ্ধক্ষেত্রে। আমিও ফেসবুকের চিৎকার থেকে মুখ ফিরিয়ে মনকে শান্ত করলাম। কাজে মন দিলাম। দেশের কাজে। এই জ্বলন্ত সময়ে আমাদের নিয়মিত লেখকদের কলমে উঠে এসেছে কিছু জ্বালাময়ী লেখা… রইলো সেই লেখাগুলি… স্যালুট জানাই লেখনীকে।

সায়ন্তন ধর

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।