কবিতায় সুনৃতা রায় চৌধুরী
মহাদেব
তিনি তো সেই মহাযোগী অবিচল তাঁর ধ্যানাসনে
ধ্যান ভাঙাতে পুষ্পধনুর শর যোজনা শরাসনে
তপোভূমির কঠোরতায় বইল হঠাৎ দখিন হাওয়া
তাপসিনীর মুখের পানে তাঁর চাওয়া যে প্রেমের চাওয়া
দগ্ধ হলেন রতিপতি মহেশ্বরের রোষানলে
ফাগুন জুড়ে ফুল রইল প্রেম রইল ধরাতলে
তাই ফাগুনে ফুলের মেলা তাইতো ফাগুন প্রেমের বেলা
তিনি মহান দেবাদিদেব, তাঁর এ কী বিচিত্র লীলা!
ধুতরো ঘেঁটু অপরাজিতা আকন্দ আর কলকে ফুলে
সুগন্ধহীন মলিন যারা তাদের তিনি নিলেন তুলে
বিল্বপত্রে গঙ্গাজলে তুষ্ট তিনি দেব-আরাধ্য
অপার মহিমার সে লীলা বোঝা কি মানবের সাধ্য!
তাঁর চরণে প্রণত হই, উন্নীত হই মহানতায়
কিছুই যেন তুচ্ছ না হয় পূর্ণ জ্ঞানের সার্থকতায়
পুষ্পপাত্রে নম্রতা প্রেম শ্রদ্ধা ভক্তি বিনয় রাখি
দূরে রেখে সকল অহং শুদ্ধ চিত্তে তাঁকেই ডাকি।