কবিতায় অনুভা সরকার

হলো না
একটা প্রেমের কবিতা লিখবো বলে কলম ধরলাম।
নানা রকম কল্পনার জাল বুনলাম।
পক্ষীরাজ ঘোড়ায় চড়ে স্বপ্নের দেশে ভাসলাম।
কবিতাকে চোখে মুখে আঁকলাম।
বিন্নিধানের মাঠে গিয়ে হাত মেলে চিৎকার করলাম—
“এই কেউ আছো..?
আমি প্রেমের কবিতা লিখছি।
আছো তো পড়ো।”
দেখলাম এক ঝাঁক পাখি এসে হাসাহাসি করছে,
আমি অবাক হোলাম!
তবে কি কবিতাটি ভালো হয়নি..?
“তারা বলছে পাগলে
কবিতা পড়ে..?
ও সব পড়ি না পেটে ক্ষিদে তে বাঁচি না।
আগে সেটা এনে দাও—
খালি পেটে এ সব ভালো লাগে না।”
আমি নির্বাক হয়ে তাকিয়ে রইলাম।
ভুল তো কিছু বলেনি!
দেখলাম—
খাতা দিয়ে রক্ত ঝরছে।
প্রেমের কবিতা আমার লেখা হলো না।