কবিতায় টুলা সরকার
উৎসবের মরসুম
উৎসব আসে, উৎসব যায়
দিবস আসে দিবস যায়।
আঁধার রাতে জাগে তারা
রবির জ্যোতিতে দিনে ঢাকা।
ঋতুরাজ বসন্ত করে রাজ
নয়ন মুগ্ধ দৃশ্য তার সাজ।
রঙিন ফুলে রঙের খেলা
জমিয়ে করে সারাবেলা।
মৌমাছি করে মধু আরহণ
ফুটন্ত পাপড়িতে বসে গুঞ্জন।
কোকিলের কুহুতান দিনে রাতে
বসন্ত ঋতু প্রকৃতির সাথে।
উজাড় করা রূপের বাহার
মনোরম আবহাওয়া দারুণ মজার।
কতরকম উৎসব এই মাস ধরে
খুশির আলোড়ন পড়ে ঝরে।
এই মাস নিয়ে আসুক মিলনের বেলা।
রঙিন হয়ে উঠুক সম্পূর্ণ জীবন ভেলা।