T3 || দোল পূর্ণিমা || সংখ্যায় লিখেছেন পাভেল আমান

রংয়ের বসন্ত
প্রতীক্ষা শেষে শীত বিদায়
এসেছে আবার বসন্ত
চারিদিকেই বইতে আছে
খুশির হাওয়া অনন্ত।
পাতা ঝরেই ডাল পালাতে
গজেছে নতুন কিশলয়
সবুজে ভরা গাছ-গাছালি
জাগায় শান্তির আলয়।
ফুটেছে কত শিমুল পলাশ
বাহারি ফুলের সারিতে
প্রকৃতি আজ মেতে উঠেছে
আপন সৌন্দর্য ছাড়িতে।
নানান রঙে রাঙিয়ে দিতে
বসন্ত হাজির যথা
জীর্ণ চেতন সরিয়ে রেখে
ব্যক্ত মনের কথা।
চক্ষু মেলে দেখতে থাকি
সবার মনে বসন্ত প্রীতি
এক নিমেষে উসকে দেয়
দিন যাপনে মধুর স্মৃতি।