T3 || লক্ষ্মী এলো ঘরে || বিশেষ সংখ্যায় সৌদামিনী শম্পা

এসো মা

তুমি এসেছিলে
যখন আমার স্ত্রী সন্তানসম্ভবা!
ডাক্তার বললো,”মেয়ে হবে”,
রাখিনি তোমায়!
নাড়ী ছিঁড়ে উপরে ফেলেছি আরো একটা কন্যা ভ্রুণ!
তুমি এসেছিলে ঘরে,
যখন আমার ছোটো ছেলে বিয়ে করে নিয়ে এলো,
হা ভাতের ঘরের মেয়ে!
গা ভরা গহনা নেই, এক মাথা সিঁদুর আর একটা ছাপার শাড়িতে।
কেরোসিনের আগুনের তাপে, সে প্রতিমা গলে গেছে!
তুমি এসেছিলে ঘরে,
যে বার কাজের মাসীর ছোট্ট নাতনীটা , দিদার বাড়ি বেড়াতে এসে, পায়ে পায়ে ঘুরছিল আমার বাড়ির আনাচে কানাচে!
সম্বরণ করতে পারিনি কচি মাংসের লোভ!
সে যে বড় সুস্বাদু!
মাসীর নাতনিকে পাওয়া যায়, আমার বাড়ির পেছনের ডোবায়, ফুলে ঢোল!
মুখে মুখে রটে গেল,” ছেলে মানুষ খেলতে খেলতে জলে পড়ে গেছে!”
প্রতি বছর তো জলে পড়ে কত প্রতিমাই! কেই বা অতশত মনে রাখে?

দেখো মা, কত আয়োজন, ষোড়োশপোচারে তোমার আবাহনে,
এসো না মা ধনদাত্রী হয়ে,
পুজি তোমায়,
শঙ্খ বাজিয়ে তুলি ঘরে।

Spread the love

You may also like...

error: Content is protected !!