কবিতায় পদ্মা-যমুনা তে গোলাম কবির

জয় বাংলা, বাংলার জয়
সেই ১৯৪৭ এ ষড়যন্ত্র করে ধর্মের
দোহাই দিয়ে করেছে দেশভাগ!
বাঙালিদের ভিটেমাটি ত্যাগ করে
কারো কারো চলে যেতে হয়েছে
অশ্রুসজল নয়নে, পেছনে ফেলে
আসতে হয়েছে সাতপুরুষের ভিটে,
কবরে চিরনিদ্রায় শায়িত পূর্বপুরুষ
কিংবা প্রিয় নদীর পাশে শ্মশানে
পোড়া পূর্বপুরুষের ছাইভষ্ম!
জুটেছে খেতাব বাঙাল কিংবা ঘটি!
এখনো কেউ কেউ বেঁচে আছে
মরে যাবার আগে যারা তাদের
সাতপুরুষের ভিটে শুধু একবার
ছুঁয়ে দেখতে চায়, চায় পুরাতন
স্মৃতির মেলায় হারিয়ে যেতে
ক্ষণিকের জন্য হলেও!
গল্প করে ফেলে আসা দিনগুলোর,
স্মৃতির রাংতা মোড়ানো বুকের গহীনে
চেপে থাকা কষ্টের ঝাঁপি খুলে
হালকা হতে চায় পরবর্তী প্রজন্মের
কাছে বলে , ছেলেবেলার পুরনো
হারিয়ে যাওয়া বন্ধুকে খুঁজে ফেরে
বুকে জড়িয়ে ধরতে!
ততদিনে ভাগ হয়ে যাওয়া
প্রিয় নদীর বুকে
চর পড়ে গেছে,
কোথাও হয়তোবা সেই নদীটাই
উধাও হয়ে গেছে
ভূমিদস্যুতার কবলে পড়ে!
কিন্তু পেরেছে কী ভাগ করতে
রবীন্দ্র, নজরুল কিংবা জীবনানন্দ,
অতুল প্রসাদ? পারে নি তো!
পারবেও না কোনোদিন!
বাঙালিদের জয় এখানেই!
জয় বাংলা, বাংলার জয়!