কবিতায় সুশান্ত সাহা

যাও উঠে
উঠে যাও,যতটা পারো ওঠো
উঠতে-উঠতে যেওনা যেন ভুলে
মা-মাটি-মানুষ নিজের মতো-
সবাই ভোলেনা কিন্তু মাটি
স্বপ্নের ফানুসে ভরে লোভ যারা
বেমালুম যায় ভুলে
,বিবেক-বুদ্দি-পরিপাটি।
সংখা লঘু যদিও ওরা দাঁত-কপাটী
মিচকি হেসে শদ্ধব্রহ্ম ছোড়ে
বিভ্রান্ত-বিপদে সমগ্র জাতি…।
চল উঠি তুমি-আমি যে-যতটা পারি
উঠতে-উঠতে দেখিনা কতটা যায় যাওয়া
যতটুকু প্রয়োজন দরকারি।
প্রয়োজন হীন স্বপ্নে মিছেই মাতামতি
তুমি ভাব বীর সেনা,একা দেশপ্রেমী
নামতে হবে তোমাকে একদিন জেনো
রাতদিন স্বপ্নে বিভোর পথে-পথে
আমরা যে হাটি….।