কবিতায় বলরুমে অসীম বিশ্বাস

তবু মনে পড়ে
বর্ষা এসে ধুয়ে যায় মনের মলিনতা
মুছে দেয় মনের মণিকোঠায় জমে থাকা দু:খ গ্লানি
কিশলয় মন ভরে ওঠে খুশি আর আনন্দে
অশ্বত্থ শাখা ভরে ওঠে নতুন পল্লবে পল্লবে।
বৃষ্টির মুষল ধারায় ঝরে পরে
ব্যার্থ প্রেমের পুরনো স্মৃতি গুলো
নদীর উথাল পাথাল ঢেউয়ের দোলায়
আসে নব প্রেমের জোয়ার নব উদ্যমে
ভেসে যায় মন পাল তুলে
উজানের পানে দূর ঠিকানায়…
তবু মনে পড়ে
তব মুখখানি…!