কবিতায় শুভদীপ মাইতি

লতা সঞ্জীবনী
যে নদীটি ফিরতে চেয়ে বুকের ওপর রাখতে চাইলো মাথা
আমি তাকে ফিরিয়ে দিলাম সযত্নে।
প্রবাসী প্রেমিকাটির শরীর এক আশ্চর্য মায়া উপত্যকা
কথারা গভীর হলে, গরম লাভার মতো নিষ্কৃত হয় খিদে
এই যে যত্নহীন সাইক্লোন সেন্টার ও ছোট্ট নদীপথ
এই যে লাল পিঁপড়ের ডিম ‘হাউ‛ ও হাঁড়িয়া এবং মোরগ লড়াইর মাঠ
এই যে আঁধার ছুঁয়ে অশরীরী প্রেত ও জড়তা সমূহ― এসবই নিজস্ব সঞ্জীবনী।
হে আমার বনসাই বটের ঝুরি
হে আমার চোদ্দ প্রহরের নাম গান
হে আমার চায়ের ঠেক ও অ্যামেচার অপেরা
অনন্তকাল পুনর্ণভা লতাটির মতো জড়িয়ে থেকো আমায়
আদর দাও, ছায়া দাও, ঘুম দাও কমলে কামিনী
দ্রোহকাল জুড়ে যখন সরিয়ে দিচ্ছি মায়া
বাম দিকের বুকের ভেতর ঘুমিয়ে পড়ছে কুবোপাখিটি